সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে FIR, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ কলকাতা পুলিশের

0
4

মহাকরণের সামনে সেনার (Army) ট্রাক বিপজ্জনক ভাবে মোড় নেয়। ট্রাফিক আইন না মেনে ওই ট্রাক চালানোয় চালকের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় BNS ২৮১-এ মামলা রুজু করা হয়। এর পাশাপাশি কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে যাচাই না করা তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনার একটি ট্রাক আটকায় কলকাতা ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক আইন না মেনে ওই ট্রাকটি বিপজ্জনক ভাবে মোড় নেয়। ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি ছিল। ট্রাকে থাকা সেনা কর্মী জানান, সিগনাল খোলা থাকায় ট্রাক টার্ন নেয়। এরপরেই ট্রাকটিকে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এই ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ক্রসিংয়ে ট্রাকটি আচমকাই বিপজ্জনকভাবে মোড় নেয়। এর জেরে পুলিশ কমিশনারের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে পাড়ত। ওই ক্রসিংয়ে ‘নো রাইট টার্ন’ বোর্ড থাকা সত্ত্বেও ডান দিকে মোড় নেওয়ার চেষ্টা করে সেনার গাড়ি। তখনই গাড়িটিকে আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

নিজেদের এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ লেখে, “ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“

এর পরেই বিষয়টি নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করা হয়। কলকাতা পুলিশ লেখে, “জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, অযাচাইকৃত তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না, সরকারি সূত্র থেকে প্রকাশিত সঠিক তথ্যের ওপর নির্ভর করুন।“

সেনাবাহিনীর ট্রাকের চালকের বিরুদ্ধে FIR করা হয়েছে। হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের এক ট্র্যাফিক সার্জেন্টের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালকের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় BNS ২৮১-এ মামলা রুজু হয়।