সোমেই শুরু বৃষ্টি: উত্তর থেকে দক্ষিণে ফের দুর্যোগের পূর্বাভাস

0
4

বর্ষা যেন বিদায়ের আগেও ভাসিয়ে দিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। ফের একবার রাজ্যে মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সোমবার থেকেই সেই অক্ষরেখার প্রভাবে রাজ্যে শুরু হবে ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এদিন সন্ধ্যার পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণায় একই রকম পূর্বাভাস থাকছে। এই দুর্যোগ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন: বিহারে সমাপ্ত বিরোধীদের ভোটার অধিকার যাত্রা: SIR নিয়ে প্রশ্নে নিরুত্তর কমিশন

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও একইভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস উত্তরের সব জেলাতেই থাকছে।