গোটা ক্যারিয়ার জুড়ে বিতর্ক। একটা সময় নীল ছবির দুনিয়ার সেরার শিরোপা অর্জন করেছিলেন সানি লিওনি (Sunny Leone), কিন্তু পরবর্তীতে সেই বিতর্কিত অতীত ভুলে বলিউডে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় বিগ বসের সঙ্গে নতুন জীবনও শুরু করেন তিনি। ব্যক্তিগত জীবনেও বলিউডের ‘বেবি ডল’ ভালোই আছেন। এখন তিন সন্তানের মা সানি লিওনি। অভিনেত্রী ও তাঁর স্বামী ড্যানিয়েল লাতুরের বস্তি থেকে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন। এরপর সারোগেসির মাধ্যমে দুই যমজ পুত্র সন্তানের মা হন সানি।এবার নিজের সারোগেসি (Surrogacy) নিয়ে মুখ খুললেন বিতর্কিত বলিউড নায়িকা। সোহা আলি খানের (Soha Ali Khan) পডকাস্টে নায়িকা তাঁর সারোগেসির জার্নির অভিজ্ঞতা জানান।
শর্মিলা কন্যা ‘বেবি ডল’কে জিজ্ঞাসা করেন যে নিজের গর্ভে সন্তান চাননি বলেই ইচ্ছাকৃতভাবে সারোগেসির সিদ্ধান্ত? সানি বিষয়টিকে সমর্থন করে বলেন, ‘আমি জানতাম যে আমি একটি সন্তান দত্তক নিতে চাই। আমরা দত্তক নেওয়ার জন্য আবেদন করেছি। যেদিন আইভিএফ হয়েছিল, আমরা একটা ফুটফুটে বাচ্চা মেয়ে পেয়েছিলাম’। ফিগার নষ্ট হওয়ার ভয়ে তিনি নিজের গর্ভে সন্তান ধারণ করতে চাননি এই কথাও শোনা যায়।
সারোগেসির খরচ সম্পর্কে জিজ্ঞাসা করতে সানি বলেন, ‘আমরা সাপ্তাহিক ফি দিতাম। তাঁর স্বামীকেও তাঁর দেখভালের জন্য ছুটি নেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছিল। সারোগেসির জন্য টাকা দেওয়া হত মহিলাকে। অনেকটাই টাকা দিয়েছি এবং তিনি একটি বাড়ি কিনেছিলেন এবং ধুমধাম করে বিয়েও করেন’।
–
–
–
–
–