কংগ্রেস সভাপতির পাশেই অভিষেক, কী করলেন তাঁরা?

0
2

ভোটার তালিকায় গরমিল করে নাগরিকের ভোট চুরি। বিরোধীরা সরব হতেই এসআইআর-এর নামে লক্ষ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ। কমিশন আর বিজেপির এই যৌথ ষড়যন্ত্র যে তারা মানবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল বিরোধী জোট। সোমবারও তার ব্যতিক্রম হল না। সংসদ চত্বরে বিরোধী ঐক্য তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) পাশে দাঁড়িয়ে একযোগে ভোট চুরির প্রতিবাদে সামিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

নির্বাচন কমিশনকে (Election Commission of India) কাজে লাগিয়ে বিজেপির ভোট চুরির প্রতিবাদে কমিশনের দফতর পর্যন্ত অভিযান চালিয়েছিল বিরোধীরা। উত্তর দেওয়ার ভয়ে বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে দেখাই করেনি কমিশনের আধিকারিকরা। উপরন্তু পুলিশ দিয়ে বিরোধী সাংসদদের উপর চলেছে অত্যাচার। বিজেপির প্রচার মাধ্যমে নানাভাবে প্রচার চালিয়ে বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন: সংঘের কর্মীই দেশের উপরাষ্ট্রপতি পদে: নাম প্রকাশ NDA জোটের

সোমবার বিজেপি ও কমিশনের সেই অপচেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে দিলেন বিরোধী সাংসদরা। অভিষেক-খাড়গে-অখিলেশের পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবাদের স্বর ভরিয়ে দিল গোটা সংসদ (Parliament) চত্বর। এসআইআর (SIR) লাগু করে দেশের জনগণের ভোট চুরির অপচেষ্টা যে বিরোধীরা জোট বেঁধেই ভেঙে দেবে, প্রমাণ করে দিল সোমবারের সংসদের বাইরে প্রতিবাদের ছবি।