ভোটার সংশোধনী প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

0
2

ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধনীসহ (SIR) একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) আজ রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। বেলা সাড়ে বারোটার সময় নবান্নে (Nabanna) ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার জন্য নিকটবর্তী জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্র বলছে, এদিনের বৈঠকে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সমস্ত তথ্য এবং সাম্প্রতিক কাজকর্মের রিপোর্ট সঙ্গে নিয়ে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। SIR নিয়ে শুরু থেকেই সরব হয়েছে মমতা। তিনি আগেই জানিয়েছেন কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে সেটা কোনমতেই বরদাস্ত করা হবে না। যেহেতু জেলাশাসকেরাই নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেন তাই তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের বৈঠকে কী উঠে আসে সেদিকে নজর থাকবে।