চ্যাম্পিয়ন হয়েই কেঁদে ফেললেন দিব্যা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল

0
2

মাত্র ১৯ বছর বয়সে প্রথমবার মহিলাদের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। চ্যাম্পিয়ন হওয়ার পরই  হাউ হাউ করে কেঁদে ফেললেন দিব্যা দেশমুখ। সেই ভিডিওই সঙ্গে সঙ্গে ভাইরাল। মহিলাদের দাবায় ইতিহাস তৈরি করেছেন এই ১৯ বর্ষীয় তরুণী দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ পুলিশ থেকে বিশ্বনাথন আননন্দ সহ মোহনবাগানের তরফেও জানানো হয়েছে শুভেচ্ছা বার্তা।

তাঁর হাত ধরেই ভারত প্রথম মহিলা দাবাড়ু বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত সমগ্র ভারতীয় ক্রীড়া মহল। ফাইনালে কনেরু হাম্পিকে হারিয়ে মহিলাদের দাবায় ইতিহাস তৈরি করেছেন এই ১৯ বর্ষীয় দিব্যা দেশমুখ।