জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

0
1

জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। চলতি বছরের ২৪ জুন ইডির (ED) দায়ের করা মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার বাঁকুড়া থানায় দায়ের হওয়া মামলায় জামিন পেলেন।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অপর এক অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহা আগেই জামিন পেয়ে গিয়েছেন। দু’জনের বিরুদ্ধেই একই ধরনের অভিযোগ উঠেছে। তবে, আদালতে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর কোনও অনুমোদন না আসায় বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সাংবিধানিক অধিকারের প্রসঙ্গ তুলে ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন মঞ্জুর করেন। তবে, জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কারণ, তিনি এখনও সিবিআইয়ের (CBI) মামলায় জেল বন্দী রয়েছেন তিনি। ফলে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত আপাতত জেল হেফাজতেই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।