ডুরান্ডের জন্য সব বিদেশিদের রেজিস্টার সম্পূর্ণ ইস্টবেঙ্গলের

0
2

সৌভিক(Souvik Chakrabarti) খেলতে না পারলেও বাকি বিদেশিদের প্রথম ম্যাচ থেকেই পেতে পারে ইস্টবেঙ্গল (Eastbengal)। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় দিমিত্রি দিয়ামনতাকস সহ সব বিদেশিদের ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে ফেলল ইস্টবেঙ্গল (Eastbengal)। আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। এতদিন শোনা যাচ্ছিল সেখানে বিদেশি হিসাবে শুধু দিমিত্রি খেলতে পারেন। কিন্তু সোমবারের পর পরিস্থিতি কার্যত বদলে গিয়েছে।

রবিবার মিগুয়েল (Miguel), কেভিন এবং সওল ক্রেসপোরা (Saul Crespo) মাঠে এলেও প্রস্তুতি না সেরেই চলে গিয়েছিলেন। মেডিক্যালের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্ট একেবারে সঠিক রয়েছে। সোমবার থেকেই দলের সঙ্গে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তিন বিদেশি ফুটবলারও। অর্থাৎ ডুরান্ডের আগে কার্যত নিজেদের সম্পূর্ণ বিদেশি ব্রিগেডকেই পেতে চলেছে ইস্টবেঙ্গল।

তবে কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) শুরু থেকেই ঝুঁকি নেবেন কিনা তা তো সময়ই বলবে। সোমবার অবশ্য প্রত্যেক বিদেশি ফুটবলাদেরই বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন তিনি। সেইসঙ্গ পিভি বিষ্ণুও এদিন জোরকদমে প্রস্তুতি সেরেছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড জিততে এবার মরিয়া। শেষপর্যন্ত তারা সাফল্যের স্বাদ পায় কিনা সেটাই দেখার।