ফের মালদহে খুন তৃণমূল কর্মী, আহত স্ত্রী-সহ ৩

0
2

ফের মালদহে (Maldah) খুন তৃণমূল (TMC) কর্মী। জন্মদিনের অনুষ্ঠানে এক তৃণমূল কর্মী আবুল কালামকে ঘরে আটকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃত আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে তিনি তাঁর স্ত্রী-সহ কয়েকজনের সঙ্গে এক জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় যান। সেখানেই তাঁকে ঘরে আটকে বেশ কয়েকজন মিলে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত আবুল কালাম আজাদের স্ত্রী-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করেছে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবরকলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে প্রচারিত ভিডিও ফেক! TMCP-কে কালিমালিপ্ত করার অপচেষ্টা: তৃণাঙ্কুর