বাংলার সংস্থাগুলিকে উপেক্ষা করে গুজরাটের একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী সরবরাহের টেন্ডারের (Tender)। বুধবার, বিধানসভায় (Assembly) জিরো আওয়ারে এই অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “এটা ঠিক নয়। জনসাধারণের টাকা এভাবে ব্যয় করা যায় না।”
ফিরহাদের (Firhad Hakim) কথায়, টেন্ডারে বাংলার একাধিক সংস্থা অংশ নিলেও শেষ পর্যন্ত বরাত দেওয়া হয়েছে গুজরাটের একটি সংস্থাকে। “এটা কীভাবে হচ্ছে, তার জবাব দিতে হবে CEO দফতরকে। এটা স্বচ্ছতার প্রশ্ন। বাংলার সংস্থাগুলিকে বাদ দিয়ে অন্য রাজ্যের সংস্থাকে সুযোগ দেওয়া নীতিগতভাবে ভুল”- মত মন্ত্রীর
ফিরহাদ সাফ জানিয়ে দেন, জনতার করের টাকায় কোনও পক্ষপাতিত্ব চলবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই সিদ্ধান্তের নেপথ্যে কে বা কারা, সেই উত্তর বিধানসভা ও জনতার সামনে আনা উচিত।”
আরও খবর: শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি!
–
–
–
–
–
–
–
–
–
–
–
–