ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

0
2

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও মহিলা। গুরুতর আহত ১১ জনকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ(Draupadi Murmu)।

পুলিশের সূত্রে খবর, রায়পুর জেলার চাউতদ গ্রাম থেকে একদল গ্রামবাসী বাঁশরী গ্রামে গিয়েছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন। রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁও গ্রামের কাছে এসে ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নজন মহিলা, দুই তরুণী, এক তরুণ এবং ৬মাস বয়সী একটি শিশু রয়েছে। জেলা শাসক জানান, কীভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সেটা এখনও স্পষ্ট নয়। আহতদের ছত্তীশগড়ের রাজধানী রায়পুরের ভীমরাও আম্বেদকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও একটি গাড়ির ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাতের যাত্রায় কোনও গাড়ির চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমিধ্যেই একটি মামলা দায়ের করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাষ্ট্রপতি। লেখেন, “ছত্তিশগড়ের রায়পুরে এক পথদুর্ঘটনায় শিশু ও মহিলা-সহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।“