৩,২০৫ শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের সংস্কারে ৬৮ কোটি অনুদান: বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

0
5

রাজ্যের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলিকে চিহ্নিত করে তাঁদের ঐতিহ্য রক্ষায় বিশেষ পরিকল্পনা শুরু করেছে সরকার। যার মধ্যে একদিকে যেমন অনুদানের মাধ্যমে বিদ্যালয়গুলির সংস্কার ও উন্নয়নের জন্য পদক্ষেপ রয়েছে, তেমনই রয়েছে পোর্টালে সেই বিদ্য়ালয়গুলিকে তুলে ধরার উদ্যোগ। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকান্ত পালের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, এই সব প্রতিষ্ঠান বাংলার শিক্ষার ইতিহাস ও বিবর্তনের সাক্ষী, তাই এগুলির সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিধানসভার বিশেষ অধিবেশনে শিক্ষামন্ত্রী তথ্য পেশ করেন, পরিকাঠমো সংস্কার ও উন্নয়নে ইতিমধ্যেই আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৩,২০৫টিরও বেশি শতাব্দী প্রাচীন বিদ্যালয়কে দেওয়া হয়েছে ৬৮ কোটি ৪০ লক্ষ টাকার বেশি অনুদান। তবে তিনি স্পষ্ট করেন, এই স্কুলগুলির অধিকাংশই সরকারি নয়, বরং সরকারি সহায়তা প্রাপ্ত। ফলে প্রকৃত সংখ্যা নিরূপণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: চাকরির পরীক্ষায় বসতে চেয়ে ‘অযোগ্য’দের আবেদন! খারিজ হাই কোর্টের

ব্রাত্য বসু আরও জানান, প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শককে (ডিআই) নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের স্কুলগুলিকে চিহ্নিত করে তথ্য সংগ্রহের। সেই সব তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে, যাতে সাধারণ মানুষও রাজ্যের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলির ঐতিহ্য সম্পর্কে অবগত হতে পারেন।