সুপার ফোরে ভারতীয় দল(Indian Hockey Team) আগেই পৌঁছে গিয়েছিল। কার্যত গ্রুপের শেষ ম্যাচটা ছিল কাজাখস্তানের বিরুদ্ধে সম্মানের লড়াই। সেখানেই কার্যত প্রতিপক্ষকে নিতে ছেলেখেলা করল ভারতীয় দল(Indian Hockey Team)। ১৫-০ গোলে কাজাখস্তানের বিরুদ্ধে বিরাট জয়। আর তাতেই আপ্লুত ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। দলের এই পারফরম্যান্সটাই যে সুপার ফোরে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে তা বলতে কোনও দ্বিধা নেই ক্রেগ ফুলটনের(Craig Fulton)। স্ট্রাইকারদের গোল পাওয়াটা তাঁর কাছে এখন বাড়তি অক্সিজেন।
ম্যাচ শেষে ক্রেগ ফুলটন(Craig Fulton) জানিয়েছেন, “এই পারফরম্যান্সটাই তো চেয়েছিলাম। আমরপা আগেই সুপার ফোরে পৌঁছে গিয়েছিলাম। তবুও কাজাখস্তানের বিরুদ্ধে এই ম্যাচটায় আমরা অত্যন্ত সতর্ক হয়ে নেমেছিলাম। বিশেষ করে চোট আঘাত যাতে না লাগে সেদিকেই নজর ছিল। সবচেয়ে বড় ব্যপার হল আমরা প্রচুর আক্রমণ করেছি। এটাই তো আমাদের অন্যতম লক্ষ্য ছিল। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে কোনও দলকে ১৫ গোল দেওয়াটা একেবারেই সহজ কাজ নয়। আমার দলের স্ট্রাইকাররাও গোল পেয়েছেন”।
এবারে শুরুটা জয় দিয়ে করলেও ভারতের পারফরম্যান্স নিয়ে চলছিল কাটাছেঁড়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই ফর্মে ফিরছিলেন হরমনপ্রীতরা। এবার কাজাখস্তানের বিরুদ্ধে এই পারফরম্যান্স যে ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–