ভুয়ো এসটি সার্টিফিকেটে মেডিক্যাল ভর্তি, তদন্তে নামল স্বাস্থ্য দফতর

0
2

রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের খুঁজে বের করতে উদ্যোগী হল স্বাস্থ্যদফতর। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইতিমধ্যেই সমস্ত মেডিক্যাল কলেজকে নির্দেশ দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে। প্রতিটি কলেজে ই-মেল করে জানানো হয়েছে— কোথায় কতজন পড়ুয়া ভুয়ো সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছে, তার তথ্য দ্রুত পাঠাতে হবে।

সূত্রের খবর, রাজ্য তফশিলি উপজাতি কল্যাণ সমিতি ৪৫ জনের একটি তালিকা জমা দিয়েছে আদিবাসী উন্নয়ন দফতরে। ওই তালিকায় রয়েছে নাম, সিরিয়াল নম্বর এবং সর্বভারতীয় র‌্যাঙ্ক। অভিযোগ, সংরক্ষিত আসনে ভর্তি হতে ওই পড়ুয়ারা ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করেছে।

তফশিলি উপজাতি কল্যাণ সমিতি শুধু আদিবাসী উন্নয়ন দফতর নয়, মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যসচিব এবং অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরেও লিখিত অভিযোগ জানিয়েছে। ফলে বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনের একাধিক স্তরে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

যখন এসএসসি কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে আলোড়ন চলছে, তখন মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়ায় এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাস্থ্যদফতর জানাচ্ছে, প্রাথমিক তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – বিধানসভায় পুজোর আবহ! শুরু তন্তুজের বিশেষ শাড়ি-বিপণনী