যে কোনওভাবে নিয়োগ প্রক্রিয়াকে আটকে দেওয়াই যেন একশ্রেণির মানুষের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কখনও হাই কোর্ট, কখনও সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিমকোর্টেও (Supreme Court) প্রায় প্রতিদিন এসএসসি নিয়োগ প্রক্রিয়া (SSC recruitment) নিয়ে মামলা দায়ের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এবার বারবার মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। খারিজ করে দেওয়া হল মামলাকারীর আবেদন।
সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তা নিয়ে একটি মামলা ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে। এবার আরও একটি মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ এক শ্রেণির চাকরিপ্রার্থী শিক্ষক। তাঁদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।
আরও পড়ুন: সোমেই শুরু বৃষ্টি: উত্তর থেকে দক্ষিণে ফের দুর্যোগের পূর্বাভাস
৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগের পরীক্ষা। তার আগে যে কোনও ভাবে মামলা দায়ের করে আটকানোর প্রক্রিয়া জারি। নিয়োগের বিজ্ঞপ্তিতে স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বরের মাত্রা রাখা হয়েছে। তার বিরোধিতা করে মামলা দায়েরের চেষ্টা করা হয়। তবে বিষয়টি একান্তভাবে কমিশনের নীতির বিষয় হওয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এসএসসি সংক্রান্ত এত মামলা চলছে যে নতুন করে এই নিয়ে মামলা খারিজ করে দেওয়া হয়।
–
–
–
–
–
–