ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলার শুনানি, পরবর্তী দিন কবে?

0
3

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার, শীর্ষ আদালতে দুপুর ১টায় ডিএ মামলার শুনানি (DA Case Hearing) হওয়ার কথা ছিল। কিন্তু বিস্তারিত শুনানির সময় না থাকার কারণে শুনানি পিছিয়ে যায়। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে দুর্গাপুজোর আগে ডিএ মামলার নিষ্পত্তির হওয়ার সম্ভবনা কম।

২০২২ সাল থেকেই শীর্ষ আদালতে(Supreme Court) ডিএ মামলা চলছে। চলতি বছরে এর আগে একাধিকবার শুনানির দিন থাকলেও বিভিন্ন কারণে সেটা পিছিয়ে যায়। এর আগে ২৬ ও ১২ অগাস্ট মামলার শুনানি থাকলেও তা হয়নি। বারবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মচারীরা।

সুপ্রিম কোর্ট(Supreme Court) গত ১৬ মে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। ৬ সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। ২৭ জুন সেই সময়ের মেয়াদ শেষ হয়। যদিও ডিএ এখনও পাননি রাজ্য সরকারী কর্মীচারীরা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল হতাশার সুরে বলেন, “এই নিয়ে ২৫ বার! ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আমাদের মনে হচ্ছে, আদালত চাইছে না দ্রুত নিষ্পত্তি হোক। তাই বোধহয় বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে।”

২০২২ সালে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে। সেই রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আদালতে বলা হয়েছিল, বকেয়া ডিএর অঙ্ক নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কত টাকা আদতে প্রাপ্য, তার হিসেব কষতে আরও সময় দরকার।