ফের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া বানচালের পরিকল্পনা এক শ্রেণির শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য (tainted) চাকরিহারাদের তালিকা প্রকাশের পরই ফের একবার মামলা করে নিয়োগ প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু। এর আগেও রাজনৈতিকভাবে কমিশনের (SSC) পদক্ষেপের বিরোধিতা করে নিয়োগ প্রক্রিয়া থামানোর চেষ্টা চলেছে। এবার আদালতে তালিকায় ‘অযোগ্য’ চিহ্নিত চাকরিহারা শিক্ষকরা।
শনিবার ‘অযোগ্য’ চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কমিশন। রবিবার সেই তালিকা আপডেট করে অযোগ্য তালিকায় রাখা হয়েছে ১,৮০৬ জনকে। এরপরই সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দারস্থ এক শ্রেণীর অযোগ্য (tainted) চাকরিহারা শিক্ষকরা। হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করা হয়।
আরও পড়ুন: এক ফ্রেমে তিন দেশনেতা: ‘অর্থপূর্ণ’ ছবি পোস্ট নরেন্দ্র মোদির!
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৭ দিনের মধ্যে ‘অযোগ্য’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো দুদিনের মধ্যেই তালিকা পেশ করে কমিশন। এরপরই একের পর এক শুরু মামলা। ফলে ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষার যে দিন ধার্য করা হয়েছে, তার আগে ফের একবার সেই নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা। এর আগে পরীক্ষার দিন পিছোনো নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন একশ্রেণীর শিক্ষক। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ দ্রুত মামলার শুনানির আবেদন করা হয়। আবেদন গ্রহণ করেন বিচারপতি। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।
–
–
–
–
–
–