চলছে হকি এশিয়া কাপ(Hockey Asia Cup)। রাজগিড়ে দুরন্ত ফর্মে এগিয়ে চলেছে ভারতীয় দল(India Team)। সেখানই ভারতীয় হকি ফেডারেশনের সভাপতিকে সংবর্ধনা দিলেন শ্রাচীর(Srachi) কর্ণধার রাহুল টোডি(Rahul Todi)। এশিয়া কাপের ম্যাচ দেখতে রাজগিড়ে গিয়েছিলেন শ্রাচী(Srachi) কর্ণধার। তিনি নিজেও ভারতীয় খেলাধূলার সঙ্গে যুক্ত। ভারতের মাটিতে এশিয়া কাপ হচ্ছে, আর সেখানে তিনি থাকবেন না তাও আবার হয় নাকি। সেখানেই ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি তায়িব ইক্রামকে সংবর্ধনা দিলেন শ্রাচী কর্তা।
শেষবার অলিম্পিকে(Olympics) ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষদের হকি দল। সেই থেকেই দেশে হকিকে নিয়ে নতুন করে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারতের ঘরের মাঠে হকি এশিয়া কাপের মঞ্চ। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল।
ভারতীয় ক্রীড়া জগতের সঙ্গে শ্রাচীর(Srachi) সম্পর্কও দীর্ঘ। ফুটবল থেকে হকি, ক্রিকেট সব খেলার সঙ্গেই যুক্ত রয়েছে শ্রাচী। এবার কলকাতা লিগ সম্প্রচারও হচ্ছে শ্রাচীর অ্যাপ SSEN-এ। রাজগিড়ে এশিয়া কাপও চলছে স্বমহিমায়।
সেখানেই তায়ূব ইক্রমকে সংবর্ধনা দিলেন শ্রাচী কর্তা রাহুল টোডি(Rahul Todi)। উত্তরীয় সহ তাঁর হাতে তুলে দেওয়া হল পুস্পস্তবকও।
–
–
–
–
–
–
–