ডুরান্ড শেষ হতেই বিরাট চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। ছেড়ে দেওয়া হল দিমিত্রি দিয়ামতাকসকে(Dimitri Diamantakos)। সোমবার সোশ্যাল মিডিয়াতে দিমিত্রিকে(Dimitri Diamantakos) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সখানে অবশ্য জানানো হয়েছে যে দুই তরফের মধ্যে আলোচনার মাধ্যমেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা অবশ্য পুরোপুরি জানানো হয়নি।
গতবারের আইএসএলে কেরালা ব্লাস্টার্স ছেড়ে ইস্টবেঙ্গলে(Eastbengal) এসেছিলেন গ্রীসের এই তারকা ফুটবলার। তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়লেও, গত মরসুমে সকলকে চূড়ান্ত হতাশই করেছিলেন গ্রীসের এই তারকা ফুটবলার। একের পর এক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছিল জোরদার সমালোচনা। সেই দিয়ামনতাকসকেই(Dimitri Diamantakos) শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
এই মরসুম শুরু হওয়ার আগেই তাঁকে একবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার তাঁকে একটা সুযোগ দিয়েছিলেন। ডার্বিতে তিনি নায়ক হলেও সেমিফাইনালে ফের একবার ব্যর্থ হয়েছিলেন দিমিত্রি দিয়ামনতাকস। সেই থেকেই শুরু জোর জল্পনা।
সোমবারই তাঁর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকটা সেরে ফেলল ইস্টবেঙ্গল। তবে তাঁর জায়গা নতুন কোনও বিদেশি আসে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–