গাড়িতে করে এসে সগর্বে চালিয়েছিলেন হামলা। আর কংগ্রেস দফতরে হামলা চালানোর পরেই এভাবে প্রশাসনিক ও রাজনৈতিক সাঁড়াশি চাপে পড়বেন বোধহয় ভাবতে পারেননি বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। তাঁর পাশ থেকে সরে দাঁড়িয়েছে তাঁর দলও। ফলে তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন। এবার রাকেশের চড়ে আসা গাড়ির সূত্র ধরেই গ্রেফতার রাকেশের ছেলে শিবম সিং।
লোকসভার বিরোধী দলনেতার ছবিতে কালি, কার্যালয়ে ঢুকে লাঠি-বাঁশ নিয়ে হামলা। তার পরেও সগর্বে বিজেপি নেতা রাকেশ সিং জানাচ্ছেন, তিনি কোনও অন্যায় করেননি। এমনকি তার পরিবারের লোকেরাও দাবি করছে পুলিশ অন্যায় ভাবে তাদের বাড়িতে চড়াও হচ্ছে, যেখানে রাকেশ নিজে ভিডিও পোস্ট করে জানাচ্ছেন, হামলা তিনি চালিয়ে ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় বারবার মুখ দেখালেও বিজেপি নেতার সাহস হচ্ছে না প্রকাশ্যে আসতে। মোবাইলের টাওয়ারে কারচুপি করে শহরেই আত্মগোপন করেছেন রাকেশ। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে যে গাড়িতে চেপে তিনি কংগ্রেস দফতরে (Congress party office) হামলা চালান সেই গাড়ির মালিক হিসেবে রাকেশের ছেলে শিবমকে রবিবার রাতে আটক করে এন্টালি থানার পুলিশ।
আরও পড়ুন: টক্সিক ম্যাসকুলিনিটি! বন্দুক নিয়ে ছবি পোস্ট করে আগেই দেশরাজ ‘ক্ষমতা’ জাহির করেছিল
শিবমকে আটক করতেই চড়াও হয় পরিবারের অন্যান্য সদস্যরা। এন্টালি থানায় রাতে শিবমের বোন ও রাকেশের এক সহযোগী হাঙ্গামা শুরু করে দেয়। যদিও নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকায় শিবমের গ্রেফতারি আটকাতে পারেনি রাকেশের পরিবার। রাকেশ সিংয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।
–
–
–
–
–