এক ফ্রেমে তিন দেশনেতা: ‘অর্থপূর্ণ’ ছবি পোস্ট নরেন্দ্র মোদির!

0
3

ভারতের উপর মার্কিন শুল্ক লাগু। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কড়া অবস্থান থেকে সরছে না আমেরিকা। যদিও চিনের উপর শুল্ক লাগু নিয়ে এখনও ধীরে চলো নীতিতে ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে চিনের তিয়ানজিনে রাশিয়া, চিন ও ভারতের দেশনেতাদের এক মঞ্চে অবস্থান গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যে দেবে তা বলাই বাহুল্য। তবে এই এসসিও সামিট থেকে সোমবার গুরুত্বপূর্ণ ছবি পোস্ট নরেন্দ্র মোদির। কখনও এক ফ্রেমে মোদি-পুতিন-জিনপিং, কখনও একই গাড়িতে মোদি-পুতিন। একই দিনে এই সব গুরুত্বপূর্ণ ছবির পিছনে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির অঙ্ক কাজ করছে, দাবি কূটনীতিকদের।