সোমবারও জোড়া বৈঠকে সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে হুগলির আরামবাগ সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে এবং পরে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
আরামবাগ সাংগঠনিক তৃণমূলের বৈঠকে হাজির ছিলেন সাংসদ মিতালি বাগ, জেলা সভাপতি রামেন্দু সিংহরায়, যুব সভাপতি পলাশ রায় এবং মহিলা সভানেত্রী করবী মান্না। বৈঠকে আগামী দিনের কর্মসূচি, বিরোধীদের মোকাবিলা এবং মানুষের কাছে আরও কীভাবে পৌঁছনো যায়—এই বিষয়গুলি নিয়ে বিশদে আলোচনা হয়।
অভিষেকের বার্তা স্পষ্ট—সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাতে হবে। যদি শীর্ষ নেতৃত্ব আগামী দিনে সংগঠনে রদবদলের সিদ্ধান্ত নেয়, তবে তা মেনে নিয়ে কাজ করতে হবে। বিশেষ নজর দিতে হবে পুরশুড়া, আরামবাগ ও খানাকুল অঞ্চলে।
আরামবাগ জেলা সভাপতি রামেন্দু সিংহরায় জানান, বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করছেন, তা আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে জোরদার করে মানুষের সমস্যার দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণের দিকেও জোর দেওয়া হয়েছে।
এদিনের আলোচনায় মূলত মানুষের জন্য কাজকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। নেতৃত্বকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন অভিষেক। আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ছ’টি বিধানসভা কেন্দ্রেই ব্যাপক ভোটে জয়ই এখন মূল লক্ষ্য।
আরও পড়ুন – যত কাণ্ড কলকাতাতেই: ছবির প্রচারে নেই আবীর! ক্ষুব্ধ প্রযোজক-পরিচালক
_
_
_
_
_