বারবার অভয়া মঞ্চের (Abhaya Manch) বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন আর জি করের ধর্ষণ-খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের মা-বাবা। এবার তাঁদের বিরুদ্ধেই একের পর এক অভিযোগ তুলে নিশানা করল অভয়া মঞ্চ। সোমবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই’’ বলে ধুয়ে দিলেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা।
মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা সপ্তাহখানেক আগেই মন্তব্য করেন, ‘‘অভয়া মঞ্চ CPM পরিচালনা করে। আমরা সিপিএম পার্টি অফিস গিয়েছিলাম। সেই পার্টি অফিস থেকে সিপিএম নেতারা আমাদের বলেছেন, অভয়া মঞ্চের আন্দোলন আমরা পরিচালনা করি।’’
এদিন সাংবাদিক বৈঠক থেকে সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে অভয়া মঞ্চের (Abhaya Manch) পক্ষ থেকে মনীষা আদক জানিয়েছেন, ‘‘অভয়ার মা-বাবার কথার কোনও সারবত্তা নেই।’’ ডা. কৌশিক চাকী, ডা. উৎপল বন্দ্যোপাধ্যায়, ডা. পুণ্যব্রত গুণ, ডা. অর্জুন দাশগুপ্ত একযোগে জানান, “অভয়া মঞ্চ কীভাবে চলে সেটা মঞ্চের সবাই জানেন। বিভিন্ন দল-মতের প্রচুর মানুষ অভয়া মঞ্চে রয়েছেন।”
আর জি কর কাণ্ডের পরে যাঁদের অভিযোগকে হাতিয়ার করে অভয়া মঞ্চ গড়ে ওঠে সেই মৃত চিকিৎসকের মা-বাবাকেই এবার নিশানা করল সংগঠন। সংগঠনের পক্ষ থেকে এদিন পুণ্যব্রত গুণ বলেন, ‘‘যখন আমরা মঞ্চ তৈরি করেছিলাম তখন এটাই মাথায় রাখা হয়েছিল যে এই মঞ্চের সদস্যরা যে কোনও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। কিন্তু কোনও রাজনৈতিক দল এই অভয়া মঞ্চ পরিচালনা করে না।’’
এদিন সাংবাদিক বৈঠক থেকে ফের পুলিশ এবং সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করে অভয়া মঞ্চ। হলে তদন্ত করবে কে? সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চিকিৎসকরা।
–
–
–