স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত ‘অযোগ্য’দের তালিকায় আরও দুজনের নাম সংযো’জন। সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া সময়সীমার মধ্যেই শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিকভাবে ১৮০৪ জনের নাম ছিল। কিন্তু মধ্যরাতের দিকে আরও দু’জন রোশেনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে SSC প্রকাশিত তালিকায় মোট অযোগ্যদের সংখ্যা দাঁড়াল ১৮০৬।
স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করতেই চাকরিহারা শিক্ষকদের একাংশ যাঁরা নিজেদের ‘যোগ্য’ বলে দাবি করছেন এবং তালিকায় নাম নেই, তাঁরা ইতিমধ্যেই চাকরি ফেরত পাওয়ার পক্ষে সওয়াল করতে শুরু করেছেন। চিন্ময়-মেহবুবদের কথায়, ‘যখন তালিকা প্রকাশ হয়েই গেছে তখন তো এটা পরিষ্কার যে কারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তাই তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার প্রশ্ন উঠবে কেন?’ অন্যদিকে, নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাঁরা বলছেন, যখন সুপ্রিম কোর্ট নিজেই সম্পূর্ণ রূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, তখন কীসের উপর ভিত্তি করে কমিশন তালিকা প্রকাশ করল তা জানতে সোমবার আদালতের দ্বারস্থ পাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–