ছয়জনে গণধর্ষণ! কাজের টোপে পাশবিকতার শিকার ওড়িশার মহিলা

0
3

বিজেপি শাসিত ওড়িশায় একটা ভালো কাজ একজন মহিলার কাছে আজ কতটা গুরুত্বপূর্ণ, যে পাশবিক চরম নৃশংসতার মুখে গিয়ে পড়তে হল বাংরিপোশির এক মহিলাকে। শুধুমাত্র ভালো রোজগারের কাজ পাওয়ার আশায় ছয় দুষ্কৃতীর হাতে গণধর্ষিতা হলেন তিনি। ব্যস্ত রাস্তার পাশে গাড়ির মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটলেও নজরে পড়ল না ওড়িশা প্রশাসনের। সেখানেই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে মোহন মাঝি প্রশাসন।

ওড়িশার ময়ূরভঞ্জের ২২ বছরের এক তরুণীকে ভালো কাজের টোপ দিয়ে একটি চারচাকা গাড়িতে তোলে তার পূর্বপরিচিত দুই ব্যক্তি। গাড়ি করে বাংরিপোশি এলাকায় ৮০ কিমি দূরে নিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। উডালা এলাকায় সেই গাড়িতে আরও চারজন ওঠে বলে অভিযোগ। এরপর উডালা-বালাসোর রাস্তায় বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েই চলে গণধর্ষণ।

তরুণী প্রাণ বাঁচাতে চিৎকার করলে আরও খানিক দূরে তাকে গাড়ি থেকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাড়ি ফেরৎ পাঠানোর ব্যবস্থা করে। এরপরই তরুণী পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ দায়েরের পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে। বাকীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

তবে গ্রেফতার হলেও রাজ্যের আইন ও প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের দুষ্কৃতীরা যে নারী নির্যাতন থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েই চলেছে, তার আরও একটি প্রমাণ এই ঘটনা। প্রতি মাসেই নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ওড়িশা যেন রেকর্ড করতে চলেছে। এরপরেও বিজেপি শাসিত ওড়িশায় কোনও সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে।