রাশিয়া থেকে সস্তায় তেল কিনে দেশের সুরাহা করছিলেন নরেন্দ্র মোদি। অথচ তার কোনও প্রতিফলন হয়নি এত মাস ধরে দেশে। সেখানেই তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, সস্তার তেল ভারত কিনতে পারলে কেন কমবে না দেশে তেলের দাম (oil price)। সামনেই উৎসবের মরশুম। তার আগে চাপে পড়ে এবার বাণিজ্যিক গ্যাসের (commercial gas) দাম খানিকটা কমালো কেন্দ্রের সরকার। যদিও ডমেস্টিক গ্যাসের (domestic cylinder) দাম রইল অপরিবর্তিত।
রবিবার দেশের তেল উৎপাদক সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে ৫১.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল। তবে আচমকা কেন ১৯ কেজির সিলিন্ডারের (commercial cylinder) দাম কমানোর সিদ্ধান্ত, তা নিয়ে কিছু জানানো হয়নি। ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হবে।
সম্প্রতি একাধিকবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। অগাস্ট মাসের শুরুতেই একবার একলাফে কমেছিল ৩৩.৫০ টাকা। অথচ কিছুতেই কমানো হচ্ছে না রান্নার গ্যাসের দাম। আর সেখানেই স্পষ্ট উৎসবের মরশুমকে হাতিয়ার করে শুধুমাত্র ভোট বাক্সের দিকে নজর রেখে দাম কমানোর খেলায় মোদি সরকার। সাধারণ মানুষের সুরাহায় কোনও আগ্রহ নেই কেন্দ্রের বিজেপি সরকারের।
–
–
–
–
–
–
–