প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

    0
    2

    আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা বেশ দীর্ঘই।

    শুক্রবার আত্মপ্রকাশ করছে চন্দনকান্তি সরকার ও সুশান্ত বিশ্বাস প্রযোজিত আকাশ মালাকার পরিচালিত সোহম – ইধিকার (Soham Chakraborty & Idhika Paul) ‘বহুরূপ’ (Bahurup)। সেলিব্রেটিদের রিল – রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম চর্চা হয় না। তবে এবার এক সিনেমায় পাঁচ প্রস্থেটিক মেকআপ-সহ ৭ লুকে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সকলকে অবাক করে দিয়েছেন। সাত চরিত্রে সাত ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে।

    পাশাপাশি ‘এসকে মুভিজ’ এর হাত ধরে আগামিকাল আসছে এক নতুন গোয়েন্দা রহস্য-থ্রিলার — ‘সরলাক্ষ হোমস’। বিশাল ক্যানভাসে তৈরি এই ছবিতে লন্ডনের চমকপ্রদ লোকেশন, টানটান রহস্য, উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং বাঙালিয়ানায় মোড়ানো এক নতুন ধাঁচের গোয়েন্দা চরিত্র আছে। এই ছবিতে মুখ্য চরিত্র সরলাক্ষ হোমস-এর ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু।

    এছাড়াও শুক্রবার আত্মপ্রকাশ করছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘বেলা’। ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেলা দে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট; আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে। দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকেও।

    অন্যদিকে বলিউডে শুক্রবার আত্মপ্রকাশ করছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কপূরের ‘পরম সুন্দরী’ হালকা রোমান্টিক কমেডি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির সংঘাতে তৈরি প্রেমের গল্প দর্শকদের হাসি–মজা দিতেই আসছে। এই ছবির গান দিয়েই আবার বলিউডে ফিরছেন সঙ্গীতশিল্পী আদনান স্বামী। ছবির পরিচালক তুষার জালোটা।

    আরও পড়ুন – রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

    _

     

    _

     

    _

     

    _

     

    _