কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। মুখ্যমন্ত্রীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের উন্নতি সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
ঐতিহাসিক টাউন হলে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কভার ক্যান্সেলেশন ও ‘মাই স্ট্যাম্প’ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের পথচলা স্মরণ করা হয়। ডাক বিভাগের ফিলাটেলিক ব্যুরো, জি.পি.ও-র সহযোগিতায় প্রকাশনার আয়োজন করে ডব্লিউবিএনইউজেএস। প্রধান অতিথি ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি, বিশেষ অতিথি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, সৌমেন সেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।
প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “দেশজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে আছে। আইন পেশায় শিক্ষার শেষ নেই—বিচারক থেকে বিচারপতিরাও প্রতিদিন প্রশিক্ষণের মধ্যে থাকেন। আইনের ছাত্রদেরও সেই মানসিকতা নিয়েই এগোতে হবে।” তিনি আরও মনে করিয়ে দেন, আইন এখন কেবল আদালত বা চেম্বারের গণ্ডিতে সীমাবদ্ধ নয়—খেলাধুলো, টেলিকম থেকে কোম্পানি বিষয়ক নানা ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই প্রকাশনাকে ইতিহাসে “এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত” বলে আখ্যা দেন। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কথায়, “বিশ্বায়নের সঙ্গে সঙ্গে আইন শিক্ষায় ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষাদানের নতুন কৌশল ছাত্রছাত্রীদের ভিন্ন ভিন্ন পেশার পথে নিয়ে যাচ্ছে।” অর্থাৎ, ২৫ বছরের পথচলায় নতুন মাইলফলক ছুঁল পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, প্রশংসা কুড়োল দেশজুড়ে।
আরও পড়ুন – এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
_
_
_
_
_
_