লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

    0
    2

    তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) বিজেপিকে একহাত নিলেন। লড়াইয়ের বার্তা দিলেন। বললেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের।

    আরও পড়ুন- TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

    তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) এদিন জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শুরু করেন। এরপর বলেন, “জয় বাংলা স্লোগানে অ্যালার্জি অনেকের। ছাত্র যুবরা যাকে দেখে এনার্জি পায় সেই অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এই সমাবেশে বিশেষভাবে গর্জে উঠেছি বাংলার প্রতি বঞ্চনা, বাংলাকে অপমানের পরিপ্রেক্ষিতে। বাংলাই পরিযায়ী শ্রমিকদের ওপর আঘাত হানা হচ্ছে। এর বিরুদ্ধে ধিক্কার জানাই। বন্দে মাতরম এবং জন গণ মন আমাদের বাঙালির সঙ্গীত। বিজেপির চোখে চোখে রেখে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেই ভাবে ছাত্রছাত্রীরা এগোবেন। আজ এই সভা মঞ্চ নতুন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। ২০২৬ এর লড়াই সোজা লড়াই নয়। লড়ব, গড়ব, জিতব।”

    _

    _

    _

    _

    _

    _

    _

    _