রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

    0
    3

    তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল অনুষ্ঠান। এরপর TMCP-র তরফে ‘জয়ী’ ব্যান্ডের সংগীত অনুষ্ঠানে দৃপ্ত কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার ঘোষণা। প্রারম্ভিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিল্পী সৌমজিৎ পাল (Soumyajit Paul) গিটার হাতে বাংলা ও বাঙালির হেনস্থার প্রতিবাদে সরব হন। তিনি গেয়ে ওঠেন “আমি বাংলায় গান গাই,আমি বাংলাতে গাইবো/আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইব।”
    একুশে জুলাইয়ের মতো ২৮ অগাস্টের অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করে ‘পরিবর্তন’ ব্যান্ড। বাংলা ও বাঙালির অপরাজেয় মানসিকতাকে কুর্নিশ জানিয়ে মমতা-অভিষেকের নেতৃত্বে এগিয়ে চলার সুরেলা বার্তা শোনা যায় তাঁদের কণ্ঠে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে তৈরি করা বিশেষ গান পরিবেশন করেন সংগীত শিল্পী কেশব দে (Keshab Dey)।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) ছাত্র-ছাত্রীদের পথনাট্য ‘আমি বাংলায় গান গাই’- এর মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের কথা তুলে ধরা হয়।
    এবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে মঞ্চজুড়ে ধ্বনিত বাংলার জয়গান।