মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

    0
    2

    তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়। সভাস্থল জুড়ে বাংলার ঐতিহ্য এবং বাঙালি অস্মিতার পোস্টার। ইতিমধ্যেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রওনা দিয়েছেন উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা। সকাল থেকে ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহ স্টেশনে। উত্তরবঙ্গ থেকে পঞ্চাশ হাজারের বেশি ছাত্রছাত্রী আসার আশা করছে TMCP। বুকে মমতা -অভিষেকের (Mamata Banerjee and Abhishek Banerjee) ছবি দেওয়া পোস্টার ঝুলিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির তরফে বাংলাকে অপমান ও বাঙালি হেনস্থার প্রতিবাদে একাধিক পোস্টার হাতে রাজ্যের ছাত্র যুব থেকে শুরু করে শাসকদলের কর্মী সমর্থকেরাও মেগা সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন গান্ধী মূর্তির উদ্দেশে। আর কিছুক্ষণেই শুরু হবে মূল অনুষ্ঠান।