আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

    0
    2

    আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর মতে, জনগণের জন্য কাজের নিরিখেই বাড়বে আসন।

    এদিন, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।“

    বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জুলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।“