মর্মান্তিক! গণেশ চতুর্থীর পরের দিনই উদ্ধার হস্তিশাবকের দেহ

    0
    2

    গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) পরের দিনই উদ্ধার হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(West Midnapur) জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত শালবনির মিরগার জঙ্গলে হস্তি শাবকের(Elephant) দেহ উদ্ধার করা হয়েছে।।

    বনদফতর সূত্রে খবর, বুধবার রাতে প্রায় ৪০-৫০টি হাতি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে ঘোরাঘুরি করছিল। মনে করা হচ্ছে, ভোর বেলায় ওই দলটিই মিরগার জঙ্গলে ঢোকে। সেখানেই কোনও ভাবে একটি শাবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ভোররাতের দিকে একাধিকবার হাতির চিৎকার শুনেছিলেন।

    আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি বলেন, হাতিরা(Elephant) কোনও সমস্যায় পড়লে এমন চিৎকার করে। চিৎকার শুনে বন কর্মীরা জঙ্গলে ঢুকে খোঁজাখুঁজি করলে তাঁরা দেখেন শাবকটির মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে হস্তি শাবকের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে।