ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও প্রায় আটত্রিশ ডিগ্রির মতো অস্বস্তি অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে গণেশ চতুর্থীর বিকেলেই ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই রোদের দাপট প্রকট হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি বিরতি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হবে না। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলবে। এদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে দুর্যোগের হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে।
–
–
–
–
–
–
–
–
–