জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

    0
    2

    প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তবে এই ঘটনায় কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুললেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। দুর্যোগেও কেন বন্ধ হয়নি বৈষ্ণোদেবী (Vaishno Devi) যাত্রা, প্রশ্ন কাশ্মীর মুখ্যমন্ত্রীর।

    মঙ্গলবার বৈষ্ণোদেবী মন্দিরের পথে কাটরায় যে ভূমিধ্বস নামে তাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪। আহতের সংখ্যাটা অন্তত ২৩। এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাকৃতিক বিপর্যয় (শ্রী বৈষ্ণোমাতা দেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধ্বসের ঘটনার কারণে) আমাদের চিন্তায় রেখেছে এবং সেখানকার মানুষের প্রতি আমার সমবেদনা।

    পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, প্রাণহানি আমাকে অত্যন্ত দুঃখ দিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা করছি। মাতা বৈষ্ণোদেবী (Vaishno Devi) তাঁদের দ্রুত আরোগ্যে সাধন করুন। সেখানে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও আমার প্রার্থনা থাকল।

    আরও পড়ুন: মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

    তবে গোটা ঘটনায় যে প্রাণহানি ঘটেছে তাতে কেন্দ্রের সরকারের নীতিকেই কাঠগড়ায় তুললেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। বুধবার জম্মুর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ওমরের প্রশ্ন, যেভাবে গত কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা কাশ্মীর, তার পরেও কেন বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ করা হয়নি। আবহাওয়ার পূর্বাভাস যখন ছিলই তখন কী আমরা এমন পদক্ষেপ নিতে পারতাম না যাতে প্রাণ বাঁচানো যেত?