ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

    0
    2

    চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার মুখে ক্লাবগুলিও। আইএসএল কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে এআইএফএফ-কে চিঠি লিখে, দ্রুত সংবিধান তৈরি করে নির্বাচনের সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছে ফিফা(FIFA)। সেই নির্বাচন কার্যকরী না হলে, নির্বাসনের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল। চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে এই সংবিধানকে অনুমোদিত না করতে পারলে ফের নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে।

    একবার নির্বাসিত হলে ভারতীয় দল যেমন কোনও আন্তজার্তিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না তেমনই ক্লাবগুলিও বেকায়দায় পড়বে। ফেডারেশন নির্বাসিত হলে ভারতের ক্লাব দলগুলিও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে (ACL 2) মোহনবাগান(Mohun Bagan) ও এফসি গোয়া (FC Goa) প্রতিযোগিতার মাঝ পথে বাদ পড়বে। একইভাবে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের জন্য ইস্টবেঙ্গল মহিলা দল (East Bengal Womens Team) যোগ্যতাঅর্জন করলে বাদ পড়বে। মোহনবাগান এসিএল টু-তে খেলার সুযোগ পেয়েছে।  ১৬ সেপ্টেম্বর এসিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। ইতিমধ্যেই  আন্তজার্তিক এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে সবুজ মেরুন। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা নির্বাসিত করলে মোহনবাগান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। একই অবস্থা হবে এফসি গোয়ার। তারা এসিএলে আল নাসের দলের সঙ্গে একই গ্রুপে আছে গোয়া। কিন্ত তাদের ভাগ্যও ঝুলছে ফেডারেশেনের  উপর।

    এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু ভারতকে ফিফা নির্বাসিত করলে লাল হলুদের মহিলা দলও এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারাবে।  সব মিলিয়ে ফিফার সিদ্ধান্তের উপর ঝুলে রয়েছে মোহনবাগান, এফসি গোয়া,  ইস্টবেঙ্গল মহিলা দলের ভাগ্যও। ক্লাবগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভারতীয় ফুটবলে চরম বিশৃঙ্খলা এবং অব্যবস্থা অব্যাহত! আসন্ন মরশুমে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল আয়োজন নিয়ে এখনও সহমত হতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। এরই মাঝে  ফিফাও হলুদ কার্ড দেখিয়ে রাখল ফেডারেশনকে।

    ফিফার তরফ থেকে চিঠি দিয়ে নির্বাচন করানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ  অনুসারে,  ফিফা এবং এএফসির গাইড লাইন মেনে এআইএফএফের সংশোধিত সংবিধান তৈরি করতে হবে। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভায় এই সংবিধানকে অনুমোদন করানো বাধ্যতামূলক। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ৩০ অক্টোবরের মধ্যে। এর আগে ২০২২ সালেও ফিফা ভারতীয় ফুটবলকে (Indian football) নির্বাসিত করেছিল। কল্যাণের আমলে ভারতীয় ফুটবলে শুধুই অন্ধকার।