গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

মোদিজিকে একটি চ্যালেঞ্জ (challenge)। এখানে রইল আমার স্নাতকের ডিগ্রি (degree)। আপনার কলেজের ডিগ্রিও সকলের জানার জন্য তুলে ধরুন

0
572

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আবার নিজেকে নন-বায়োলজিকাল বলতেও বাকি রাখেননি। কিন্তু গণতান্ত্রিক দেশের মানুষের কী কোনও অধিকার নেই, তাঁদের দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা (educational degree) কী, সেটা জানার। সেই তথ্য ঢাকতে প্রধানমন্ত্রীকে যেতে হচ্ছে আদালতে! কী লুকাতে চাইছেন নরেন্দ্র মোদি, এবার নিজের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে প্রশ্ন তৃণমূল সাংসদ সাগরিকার (Sagarika Ghose)।

সোমবারই দিল্লি হাই কোর্ট (Delhi High Court) জানিয়ে দিয়েছে, কারো শিক্ষাগত যোগ্যতা তাঁর ব্যক্তিগত গোপণীয় তথ্য। তা আরটিআই-এর মাধ্যমে জানানো সম্ভব নয়। আদালতের রায়ে কার্যত স্বস্তিতে দেশের প্রধানমন্ত্রী। আর সেখানেই বিরোধী দল থেকে দেশের গণতন্ত্রের সমর্থক একাধিক ব্যক্তি প্রশ্ন তুলেছেন আদালতের রায় শুনে কেন চুপ করে থাকলেন মোদি। কেন তার পরেও তাঁর সৎ সাহস নেই নিজের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনার?

আরও পড়ুন: নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

এবার তৃণমূল রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় নিজের স্নাতকের সংশাপত্র তুলে ধরেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংশাপত্রের ছবি তুলে ধরে দাবি করেন, মোদিজিকে একটি চ্যালেঞ্জ (challenge)। এখানে রইল আমার স্নাতকের ডিগ্রি (degree)। আপনার কলেজের ডিগ্রিও সকলের জানার জন্য তুলে ধরুন। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার কী আছে লুকানোর? মোদিজি আপনার শিক্ষাগত যোগ্যতা কেন এত গোপণীয়?