বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah) বিএসএফের ব্যর্থতার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিহার (Bihar)। এর আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী (SIR) চলার সময় বিহারে নেপাল, মায়ানমার, বাংলাদেশের নাগরিকের অস্তিত্ব জানা গিয়েছিল। এবার ভাগলপুরের মতো শহরে খোঁজ মিলল পাকিস্তানী নাগরিকদের (Pakistani citizen)। যারা ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বাস করছে। অথচ এর কোনও খবরই নেই বিহার প্রশাসনের কাছে।
সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নির্বাচন কমিশনের আধিকারিকরা চালানোর সময় খোঁজ পাওয়া গিয়েছে ভাগলপুরের (Bhagalpur) দুই পাকিস্তানি নাগরিকের। দুজনেই পাক মহিলা নাগরিক। তাঁদের বাড়ি পাকিস্তানের (Pakistan)অন্তর্গত পঞ্জাব প্রদেশের খুশাব এলাকায়। তাঁদের নাম ইমরানা খনম ও ফিরদৌসিয়া খনম।
এই তথ্য সামনে আসার পর যদিও ভাগলপুরের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী দাবি করছেন, এই ধরনের নাগরিকের কোনও খোঁজ প্রশাসনের কাছে নেই। ভাগলপুর জেলায় ২৪ লক্ষ মানুষের বাস। তাঁদের নাগরিকত্ব প্রমাণে বিএলওরা (BLO) কাজ করছেন। যদি এরকম নাগরিক থাকে তবে আধিকারিকদের হাতে সেই তথ্য আসবে, বলে আশা করে বসে রয়েছেন জেলা শাসক।
আরও পড়ুন: ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!
জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিরা ঢুকে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। প্রমাণ হয়ে গিয়েছিল অমিত শাহর বিএসএফ (BSF) ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। এবার পাক সীমান্ত থেকে অন্তত ১,২০০ কিলোমিটার দূরে বিহারে কিভাবে পাক নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব বানিয়ে বসবাস করছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
–
–
–
–
–