গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
2

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় থেকে জাতি সম্প্রদায়ের উল্লেখযোগ্য পর্বে শুভেচ্ছা জানিয়ে থাকেন তিনি। গ্রন্থসাহেবের (Sri Guru Granth Sahib) প্রকাশ পর্বেও তার ব্যতিক্রম হল না।

এই পবিত্র দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, শ্রী গুরু গ্রন্থসাহিবের (Guru Granth Sahib) প্রকাশ পরবের পুণ্য লগ্নে আমি আমার সকল শিখ ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী গুরু গ্রন্থসাহিব সাম্য ও সৌভ্রাতৃত্বের মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দেয় এবং এর আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা আমাদের চলার পথ আজও আলোকিত করে।

আরও পড়ুন: মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

বাংলার সঙ্গেও শিখ সম্প্রদায়ের মানুষের সংযোগ যে কতটা প্রাচীন তা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, শিখদের মানবতাবাদ, সাহস ও বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের নবজাগরণের ব্যক্তিত্বদের সেই সময়ে অনুপ্রাণিত করেছিল এবং আজও তারা আমাদের অনুপ্রাণিত করে। আমাদের মধ্যে আজ সেই বিশ্বাসটি তৈরী হয়েছে এবং গুরুদ্বারে আমার পরিদর্শন শুধুই সেই ঐতিহ্য বহন করে।