শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

0
2

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি তাঁর যথেষ্ট টান ছিল। ব্যবসার পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্যও ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পঞ্জাবের জলন্ধরে ছোটবেলা কাটলেও পরবর্তীতে ১৯৬৬ সালে ব্রিটেনের মাটিতে পা রাখেন তিনি। ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’ তাঁর হাতেই শুরু হয়। দলমত নির্বিশেষে ভারতের সকল প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। ভারত এবং ব্রিটেন মধ্যে সম্পর্ক উন্নতির জন্য স্বরাজের ভূমিকা অনস্বীকার্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বিশেষ পরিচিতি ছিল। বাংলার উন্নয়ন নিয়ে স্বরাজের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী (CM) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘স্বরাজ পালজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, অসাধারণ শিল্পপতি, সমাজসেবক। এই প্রবাসী ভারতীয়র কলকাতার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। তাঁর সঙ্গে আমার ভালো পরিচয় ছিল। আমরা যৌথভাবে বাংলার উন্নয়নের জন্য কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা করেছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই।’


জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন স্বরাজ। হাসপাতালে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ শিল্পমহলেরও।