আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

0
2

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই (Dilip Ghosh) ব্রাত্য করেছে বিজেপি। একের পর এক প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক পান না প্রাক্তন রাজ্য সভাপতি। আগেও শোনা গিয়েছে তাঁর গলায় অভিমানের সুর। শুক্রবার রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেখানেও ডাক পাননি, জানালেন দিলীপ ঘোষ।

কী করবেন শুক্রবার? প্রশ্নের উত্তরে দিলীপ জানান, দেখা যাক। এখনও ঠিক করিনি কোথায় যাব। যেতেও পারি নাও যেতে পারি। অন্য কাজেও যেতে পারি। আমি কোথায় যাব সেটা পার্টি ঠিক করে। আমি ঠিক করি না। পার্টি যে কর্মসূচি পার্টি নির্ধারণ করে, সেটা আমি ঠিক করি না। আমার নিজের কর্মসূচি আমি নিজে ঠিক করি।

আমন্ত্রণ পেয়েছেন কী? উত্তরে স্পষ্ট উত্তর, সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ (invitation) দরকার। এখনও আমাকে আমন্ত্রণ করেনি। বাকি দেখছি।

আরও পড়ুন: আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

তবে কী ২০২৬ ভোটে দিলীপ ঘোষকে বাদ রেখেই রাজ্যের পরিকল্পনা সাজাচ্ছে বিজেপি? দিলীপ জানালেন প্রাক্তন রাজ্য সভাপতি হয়ে যাওয়ার তিনি ‘রিজার্ভ ফোর্সে’। তাঁর কথায়, ২৬ নির্বাচনের কার্যক্রম পুরোপুরি পার্টির হাতে আছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজে লাগাচ্ছে সে সেই কাজ করছে। রিজার্ভ ফোর্স-এর মতো থাকি আমরা। যখন অর্ডার হয় তখন লেগে যাই। কার্যত দিলীপের গলায় মোদি সফরের আগে অভিমান স্পষ্ট।