শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার মাস্টার মাইন্ড: লাদেনের ভূমিকায় ‘কৃতি’ হিন্দোল

0
2

শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পিত হামলার মাস্টারমাইন্ড হিন্দোল মজুমদারকে দিল্লি বিমান বন্দর থেকেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। শুক্রবার তাঁকে আলিপুর বিশেষ আদালতে পেশ করা হলে আদালত চারদিনের পুলিশ হেফাজতের (police remand) নির্দেশ দেয়। কীভাবে স্পেনে বসে পরিকল্পিত হামলার ছক কষার সঙ্গে যুক্ত ছিল হিন্দোল, জিজ্ঞাসাবাদ করে প্রকাশ করবে তদন্তকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কৃতি (scholar) ছাত্রের গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে ওঠা প্রশ্নের কড়া জবাবও দিল বাংলার শাসকদল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের সঙ্গে তুলনা করে হিন্দোলের কৃতিত্বের অভিযোগ তোলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছরের মার্চ মাসে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের হামলার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। গাড়ির কাঁচ ভেঙে আহত হন মন্ত্রী। এরপরই ঘটনায় একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে তদন্ত চালায় কলকাতা পুলিশ। সেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে যাদবপুরের ফার্মাসির বি-টেক হিন্দোল মজুমদারের যোগ।

আরও পড়ুন: ভেঙে পড়ল দরগার ছাদ, দিল্লিতে চাপা পড়ে মৃত একাধিক

পুলিশের দাবি, যাদবপুরের প্রত্যক্ষ হামলাকারীদের মোবাইল মেসেজের সূত্রেই হিন্দোলের যোগ পাওয়া যায়। তথ্যপ্রমাণের ভিত্তিতে হিন্দোলকে গ্রেফতারের পরও স্পেনে গবেষণারত পড়ুয়ার গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে ওঠা প্রশ্নের জবাব দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, লাদেনও কৃতি ছাত্র ছিল। যেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল সেদিন লাদেনও (Osama Bin Laden) সেখানে ছিল না। যে কৃতি (scholar) ছাত্র তার কৃতিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। কিন্তু সে যদি ফোন করে মেসেজ করে এটা করো, ওটা করো, পুলিশের কাছে যদি সেই তথ্য প্রমাণ থাকে, তাহলে পুলিশ অ্যাকশন নেবে। আপনি কৃতি মানে অপরাধ করবেন, আর পুলিশ পদক্ষেপ নিতে পারবে না। তেমন তো কোনও আইন নেই। তাহলে আইনের সংশোধন করে কৃতিদের জন্য নম্বরের সঙ্গে অপরাধ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করে দিতে হবে।