রাজ্যের সরকার বাংলার মানুষের জন্য উন্নয়নের চেষ্টা যতই করুক, বাধ সাধবে কেন্দ্রের বিজেপির সরকার। ফের একবার স্পষ্ট হয়ে গেল বিজেপির বাংলা বিরোধী মুখ। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Jal Shakti) স্পষ্ট জানিয়ে দিল উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপের পরিকল্পনা নেই কেন্দ্রের সরকারের।
উত্তরবঙ্গে বন্যা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দো-ভুটান নদী কমিশন (Indo-Bhutan River Commission)। ভুটান থেকে আসা নদীগুলি যে বন্যার পরিস্থিতি উত্তরের জেলাগুলিতে প্রতিবছর ঘটায়। তা নিয়ন্ত্রণে একমাত্র ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করেই সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা সম্ভব বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই অনুযায়ী প্রস্তাবও পেশ হয় রাজ্য বিধানসভায়। কেন্দ্রের কাছে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব যায়।
কেন্দ্রের সরকার সেই প্রস্তাব নিয়ে কতদূর এগিয়েছে, বা আদৌ কিছু ভেবেছে কি না, তা নিয়ে প্রশ্ন করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রের জল সম্পদ উন্নয়ন মন্ত্রক স্পষ্ট জানায়, তারা এই নিয়ে এখনও কোনও ভাবনা চিন্তা করেইনি।
আরও পড়ুন: ভারতে ঢুকবে না বাংলাদেশের পাট: স্থলবন্দরে নিষেধাজ্ঞা কেন্দ্রের
সেখানেই ফের একবার বিজেপির বঞ্চনা ও বাংলা বিরোধিতার ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। সাংসদ ঋতব্রত দাবি করেন, উত্তরের ওই জায়গাগুলিতে বিজেপির বিধায়ক বেশি। সরকারের এই যে নেতিবাচক মনোভাব, বাংলা ডুবে গেলে ওদের কিছু এসে যায় না। রায়ডাক, সংকোশ, তোর্ষার জলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ডুবে যাবে। এরই পাল্টা বাংলার মানুষ ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপিকেও ডুবিয়ে দেবে।
GoWB has repeatedly demanded the formation of an Indo-Bhutan River Commission to address the recurring floods in North Bengal caused by rivers originating in Bhutan. In this regard, a resolution was moved in the West Bengal Legislative Assembly under Rule 169.
Yet,… pic.twitter.com/vqTL5hgILl
— All India Trinamool Congress (@AITCofficial) August 12, 2025
–
–
–
–