হুগলিতে (Hooghli) ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যার (Gram Panchayat Member) স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ হুগলি সুগন্ধা মোড়ের কাছে। মৃতের নাম নির্মল ময়রা (৪০)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অনুপম কোলে নামে এক কারখানার ম্যানেজারও।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্মল ময়রা ও অনুপম কোলে দুটি আলাদা মোটরসাইকেলে কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি এক্সইউবি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একের পর এক মোটরসাইকেলে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি বর্ধমান রোড থেকে ছিটকে কলকাতা রুটের দিকে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধাক্কার পর গাড়িতে থাকা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় নির্মল ময়রাকে তৎক্ষণাৎ চুঁচুড়া (Chuchura) সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী অনুপম কোলে ছিটকে পড়েন দূরের একটি বাগানে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি। চালক ও গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন: কোনও CC ক্যামেরায় দেখা যায়নি অভয়ার মাকে মারা হয়েছে, ফুটেজে থাকলে দিন: জয়েন্ট CP
–
–
–
–
–
–
–
–
–
–
–
–