ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

0
3

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek Nayar) তত্ত্বাবধানেই প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়েও ছিল জোর জল্পনা। মুখে কিছু না বললেও, কাজেই নিজের বার্তাটা দিয়ে ফেললেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। এখন ওডিআই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর আইপিএল চলার মাঝেই টেস্ট থেকেও অবসর ঘোষণা করেছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। তবে কী ওডিআই থেকেও সরে যাবেন তিনি। আপাতত ভারতের সামনে কোনও ওডিআই সিরিজ নেই। কিন্তু রোহিত শর্মা যে এখনই ওডিআই ফর্ম্যাট থেকে সরছেন না তা এদিনই বুঝিয়ে দিলেন তিনি।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই বিরাট কোহলির সঙ্গে নামবেন রোহিত শর্মাও। সেই কথা মাথায় রেখেই অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতিতে নেমেছেন রোহিত শর্মা। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেখানেই নিজের সেরাটা দিতে রোহিত শর্মা যে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।