দেবী চৌধুরানির টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ কুণাল

0
2

এখনও পূর্ণাঙ্গ টিজার রিলিজ হয়নি ‘দেবী চৌধুরানি’র। তার আগেই সেটা দেখে নিজের ফেসবুকে ভূয়সী প্রশংসা করলেন সাংবাদিক রাজনীতিবিদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। দেবী চৌধুরানির ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shabonti Chatterjee)। ভাবনী পাঠক প্রসেজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। তাঁদের সেই লুকের ছবিও নিজের স্যোশাল মিডিয়া পোস্ট করেন কুণাল।

কুণাল (Kunal Ghosh) লেখেন, “দেবী চৌধুরানির আনুষ্ঠানিক প্রকাশের আগে পূর্ণাঙ্গ টিজারটি দেখলাম। এখানে ভিডিও পোস্ট করলাম না। এর আগে একটি ছোট ভিডিও দেখেছিলাম। পূর্ণাঙ্গটি আরও জমজমাট। টিজার দেখে আশাবাদী, কৌতূহল বাড়ছে। শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় শ্রাবন্তী দেবী চৌধুরানি। সিনেমার পোস্টারে ‘Bandit Queen of Bengal’. ভবানী পাঠক প্রসেনজিৎ। ব্রজেশ্বর কিঞ্জল। বঙ্কিমচন্দ্রের এই সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা উপন্যাস পুজোয় সিনেমার পর্দায় ঝড় তুলবে, আশা রাখি।“