অভয়ার বাবা-মায়ের চিকিৎসা দরকার, বললেন ডাক্তার

0
3

অভয়ার বাবা-মায়ের ‘অসুস্থতা’ নিয়ে মুখ খুললেন ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee)। তাঁর কথায়,”আমি ওঁর মা-বাবার মেন্টাল কন্ডিশন বুঝতে পারছি। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার। এই ডিজঅর্ডারের মধ্যে দিয়ে তাঁরা দুজনেই যাচ্ছেন। সবসময় তাঁর মেয়ের কথা মনে পরে।
বাবা সেলাই করে মেয়েকে বড় করেছিল
মা আশা করেছিলেন মুখ উজ্জ্বল করবে। তাঁকে হঠাৎ করে রেপ এবং খুন অথবা খুন এবং রেপ হতে হয়েছে।”

আরও পড়ুন: ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee) আরও বলেন,”এই ডিজঅর্ডারের মধ্যে কী হয়? ওঁরা দুজনেই অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছেন। ওঁরা আগে থেকে ভীষণ অসুস্থ। মুড সুইং হয়। রাম হোক আর বাম হোক আমি সবাইকেই বলব অভয়ার মাকে নিয়ে এই সুবিধা নিতে না। অভয়ার মা-বাবাকে যেন এই মামলার অ্যাডভান্টেজ থেকে সরিয়ে দেওয়া হয়। সেটা আমার ডাক্তার হিসেবে একান্ত মতামত। তাদের এখন মেডিকেশন, সাইকোথেরাপি এবং অন্য থেরাপি দরকার। কোন দলের ছত্রছায়ায় অভয়ার মাকে টেনে নিয়ে যাওয়াটা অমানবিক।”

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির