অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ার পরেই মুখ্যসচিবকে তলব কমিশনের

0
2

ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিয়ে কমিশনের অভিযোগের কারণে রাজ্য সরকার পাঁচ আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের কথাও জানিয়েছিল। সোমবার রাজ্য সরকার (State Government) একথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন (Election Commission) থেকে ডেকে পাঠানো হল মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth)। কাল, বুধবার বিকেল পাঁচটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। মুখ্যসচিব যাবেন না, চিঠিতে বিস্তারিত জানাবেন, সেটাই আপাতত আলোচনার বিষয়।

৫ আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে তদন্তের জন্য মুখ্যসচিবের নির্দেশে গঠিত হল তিন সদস্যের তদন্ত কমিটি। স্বরাষ্ট্র দফতরের এক সিনিয়র আধিকারিকের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। মুখ্যসচিব কমিশনকে জানিয়েছেন, রাজ্য পৃথকভাবে অন্তর্বর্তী তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট নেবে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই ইআরও, দুই এআইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটরকেও তলব করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
আরও খবর: বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি