মিতালী (Mithali Raj), ঝুলনদের (Jhulan Goswami) হাত ধরে যেটা সম্ভব হয়নি, সেটাই এবার করতে চান হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দেশের মাটিতে প্রথমবার ওডিআই বিশ্বকাপ (Womens Odi World Cup) জেতার বার্তাই দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় মহিলা বাহিনী। সেই খরাই এবার কাটাতে চান ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet Kaur)। শেষপর্যন্ত সেটাই হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
মহিলাদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল দুবার উঠেছে ঠিকই। কিন্তু জিততে পারেনি। বারবারই সেই অস্ট্রেলিয়া কাটার কাছে আটকে গেছে তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। আগামী মাস থেকেই শুরু হবে সেই প্রতিযোগিতা। সোমবার তারই ট্রফি উন্মোচন হয়ে গেল। সেখান থেকেই হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বিরাট বার্তা। ২৮ বছর পর ঘরের মাঠে ধোনির হাত ধরে শাপমোচন হয়েছিল ভারতীয় দলের। এবার মহিলা ক্রিকেটে সেই অসম্ভবকেই সম্ভব করতে চাইছেন হরমনপ্রীত কৌর।
এই নিয়ে ট্রফি উন্মোচনের মঞ্চ থেকেই হরমনপ্রীত জানিয়েছেন, “আমরা এই বিশ্বকাপের দীর্ঘদিনের আক্ষেপের খরা কাটাতে চাই। গোটা দেশ আমাদের এই জয়ের অপেক্ষায় রয়েছে। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেই মঞ্চকে আমরা প্রস্তুতি মঞ্চ হিসাবেই দেখছি”।
হরমনপ্রীত কৌরের হাত ধরে দুরন্ত গতিতে এগিয়ে চলছে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের মঞ্চে তাদের সাফল্য এখন পর্যন্ত অধরাই রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখছি।
–
–
–
–
–
–
–