অভিযোগ ছিল, ৯২ নম্বর ওয়ার্ডে CPI কাউন্সিলরকে বাদ দিয়ে হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। তবে, সোমবার কাউন্সিলর মধুছন্দা দেব (Madhuchanda Dev) ক্যাম্পে পৌঁছতেই বদলে গেল ছবি। তাঁকে পাশে বসিয়ে বিষয়টির মীমাংসা করলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান। মধুছন্দা বললেন, ক্যাম্পে কম লোক আসা মানেই, লোকের সমস্যা নেই।
ঢাকুরিয়ায় পাড়ায় সমাধান শিবির নিয়ে বিতর্ক তৈরি হয়। সিপিআই কাউন্সিলর মধুছন্দার অভিযোগ ছিল, তাঁকে দায়িত্ব না দিয়ে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অশোক দেবকে ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে। বরোর বৈঠক থেকেই এই দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে পুরসভায় নালিশও জানিয়ে ছিলেন মধুছন্দা।
এদিন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে হাজির হন CPI কাউন্সিলর। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের পাশেই বসেন মধুছন্দা। ছিলেন অশোক দেব। সেখানেই বিষয়টি মিটিয়ে দেন জাভেদ খান।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে মধুছন্দা বলেন, এটা সবার সমস্যা জানানোর একটা প্ল্যাটফর্ম। তবে, এখানে লোক খুবই কম আসছেন। এতে বোঝা যাচ্ছে, কাজ হচ্ছে। সমস্যা তেমন নেই। একই সঙ্গে CPI কাউন্সিলর বলেন, কোনও সমস্যা হলে, এখানে জানানো উচিৎ।
আরও খবর: বই খুলে পরীক্ষা! আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম সিবিএসই-র
–
–
–
–
–
–